পঁচিশ বছর আগের একদিন
‘কখন তোমার আসবে টেলিফোন’ সেই আশায় আশায় বসে থাকার দিন তো ফুরিয়ে গিয়েছে কবেই। পাবলিক টেলিফোনে মিটার বাড়ানো বেলা বোসের প্রেমিকদের দিনও আজ অস্তাগত। ঘুপচি কাঁচের ঘরের বাইরে রঙ ওঠা লেখায় ‘STD ISD PCO’-র নস্টালজিয়া আজ আর নেই। আর সেই ঘরের ভিতর কত মিনিটের কত হাসি কত দীর্ঘশ্বাস সব মিলিয়ে গিয়েছে হাওয়ায়, ফোন শেষে ক্যাচ ক্যাচ শব্দে একটা লম্বা কাগজের চলমানতা… ঘুড়ির লেজের মতো বেরিয়ে আসা বিল… এখন সবই ভোকাট্টা। সৌজন্যে মোবাইল ফোন… হাতে হাতে চলভাষ… দূর হয়েছে দূরভাষ। কিন্তু যন্ত্রটি যখন প্রথম ভারতে এসেছিল তখন কিন্তু তা এতো সহজলভ্য ছিল না। বরং ছিল বেশ দুর্মূল্য। ধনবান হওয়ার স্ট্যাটাস সিম্বল ছিল মোবাইল ফোন। খুব সাধারণ মানের একটা সাদাকালো ফোন, যাতে শুধু ফোনকল আর মেসেজ ছাড়া আর কিছুই করা যেত না, না ছিল ইন্টারনেট, না ছিল ক্যামেরা—তারও দাম ছিল প্রায় ২৫ হাজার টাকা। নিছক হাতে ধরে দেখানোর মতোই জিনিস ছিল সেটা! পরিসংখ্যান বলছে নয়ের দশকে এমনকি ২০০৫ পর্যন্ত সময়পর্বে প্রতি চল্লিশ জন ভারতীয়ের মধ্যে মোবাইল ফোন ছিল মাত্র একজনের। পাড়ায় একজনের মোবাইল ফোন আছে মানে, তিনি গোটা পাড়ার মধ্যে বিশেষ দ্রষ্টব্...