পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কল্পনাদের মৃত্যু হয় না কখনো

ছবি
  ১৯৬২ সালের ১৭ই মার্চ। বর্তমান হরিয়ানার কার্নালে এক ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেছিল একটি ছোট্ট মেয়ে। ছোটো থেকে একটু একটু করে বড়ো হতে থাকা মানুষ হাজারও স্বপ্ন দেখে। কল্পনায় সেই স্বপ্নপূরণ হতে চাওয়া মানুষটির বাস্তবও যদি মিলে যায় তবে? মেয়েটিও স্বপ্ন দেখত; আকাশে উড়তে চাওয়ার স্বপ্ন, এরোপ্লেন চালানোর স্বপ্ন। মেয়েরা আবার এইসব করতে পারে নাকি? ঘর সংসারের চিরাচরিত কাঠামোয় তার পরিবার তাকে আটকে রাখেনি। বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি মাঝেমধ্যেই চলে যেত এলাকার একটি স্থানীয় এরোপ্লেন ক্লাবে এবং অবাক হয়ে দেখত এরোপ্লেনের আকাশছোঁয়া। বাড়ির খোলামেলা পরিবেশ সেই ছোট্ট মেয়েটিকে স্বপ্নপূরণের পথে পা বাড়াতে হয়ে উঠেছিল সিঁড়ির পদক্ষেপ। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রি অর্জন করার পর আর পিছনে তাকাতে হল না। স্বপ্নপূরণের অঙ্গীকার গ্রহণে জি বাংলা দায়বদ্ধতা গ্রহণের মতো নয়, একেবারে আমেরিকা থেকে ডাক পড়ল। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করলেন একদিন উড়তে চাওয়ার স্বপ্ন দেখা হরিয়ানার সেই ভারতীয় মেয়েটি, সালট...